Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলছে বিসিকের মধুমেলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মতিঝিল বিসিক ভবনের নিচতলা ও দোতলায় চলছে পাঁচ দিনব্যাপী বিসিক মধু, হস্ত ও কুটির শিল্প মেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে উদ্যোক্তাদের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। গত রোববার থেকে মেলাটি শুরু হয়েছে। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এ মেলায় প্রায় ৬১ জন মধু, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা অংশগ্রহণ করছেন বলে জানিয়েছে বিসিক।

আয়োজকরা আরও জানিয়েছেন, করোনার প্রাদুর্ভাবজনিত পরিস্থিতির কারণে প্রায় ৭-৮ মাস সব ধরনের মেলা বন্ধ ছিল। এতে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে বিসিকসহ সব শিল্প প্রতিষ্ঠান এবং গার্মেন্টস ইন্ডাট্রিজ খুলে দেয়া হয়েছে। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবসা প্রতিষ্ঠানও খুলে দেয়া হয়েছে। এ প্রেক্ষাপটে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা মেলা আয়োজন করার জন্য বিসিক কর্তৃপক্ষকে অনুরোধ করে আসছিলেন। এর ফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিসিক কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান আগত মধু, ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তা, ক্রেতা ও বিক্রেতাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। তিনি মেলা পরিদর্শনের সময় বলেন, বিসিকের পক্ষ থেকে উদ্যোক্তাদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনাভাইরাসের কারণে হওয়া ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন সেটাই আমাদের লক্ষ্য।

 

মেলা ঘুরে দেখা যায়, মেলার স্টলগুলোতে মধু, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী স্থান পাচ্ছে। তাছাড়া মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্যও বিক্রয় করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ