Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফাঁকি দেয়া ভ্যাট জমা দিলো ওয়ান ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ভ্যাট গোয়েন্দা নিরীক্ষা করে ওয়ান ব্যাংকের ৮ কোটি ২৯ লাখ টাকা অপরিশোধিত ভ্যাট উদঘাটন করেছিল। ব্যাংকের পক্ষ থেকে তা জমা দেয়া হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান। তিনি জানান, ভ্যাট গোয়েন্দার নিরীক্ষায় দেখা যায় বাণিজ্যিক ব্যাংকটি ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮ তিন অর্থবছরে নিয়মবহির্ভ‚তভাবে রেয়াত গ্রহণ করেছে। এর ফলে ভ্যাট পরিশোধের দায় উদ্ভ‚ত হয়। ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দল শুনানিতে বক্তব্য গ্রহণের পর্যায়ে উত্থাপিত অডিট আপত্তিটি ব্যাংক কর্তৃপক্ষ মেনে নেন। ওয়ান ব্যাংক আজ অডিট আপত্তি অনুযায়ী স্বেচ্ছায় ৮ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়। এই টাকা এনবিআরের ভ্যাট রাজস্ব হিসাবে যোগ হবে। মইনুল খান আরও জানান, ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন নিরীক্ষা দলের নেতৃত্বে ছিলেন। এর মাধ্যমে সরকারের রাজস্বখাতে আরও রাজস্ব জমা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ান-ব্যাংক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ