পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কয়েকদিনের ব্যবধানে আবারও ভারতীয় গোয়েন্দা হেলিকপ্টার ভূপাতিত করলো পাকিস্তান। ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার (লাইন অব কন্ট্রোল) চকটি সেক্টরে একটি ভারতীয় গোয়েন্দা কোয়াডকপ্টারকে (মনুষ্যবিহীন হেলিকপ্টার) গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানি সেনাবাহিনী। শনিবার পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে এ কথা জানায়।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে জানানো হয়, কোয়াডকপ্টারটি নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তানের পাঁচ শ’ মিটার ভেতরে ঢুকে পড়ে। এর আগে ১ জানুয়ারি, নিয়ন্ত্রণ রেখায় নওশেরি সেক্টরে ভারতের অপর একটি কোয়াডকপ্টারকের পাকিস্তানি সেনাবাহিনী গুলি করে নামায় বলে বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, ২০২০ সালে পাকিস্তানি সেনাবাহিনী মোট ১৬টি ভারতীয় কোয়াডকপ্টারকে গুলি করে নামায়।
সূত্র : জিনিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।