Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টে সোহাগ মেম্বারের জামিন

গৃহবধূ বিবস্ত্রকরণ মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নোয়াখালিতে গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং তা ভাইরাইল করার মামলার অন্যতম আসামি মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগ মেম্বারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার আবেদনের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ জামিন দেন। মামলার এজাহার এবং চার্জশিট পর্যালোচনা শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আবেদনকারীর কৌঁসুলি অজিউল্লাহ। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.সারওয়ার হোসেন। অ্যাডভোকেট অজিউল্লাহ শুনানিতে বলেন,সোহাগ মেম্বারের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে দন্ডবিধির ২০২ধারায় অভিযোগে এনেছে। এ ধারায় সর্বোচ্চ শাস্তি ৬ মাস। ইতিমধ্যে তিনি ৪ মাস কারাভোগ করেছেন।

জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন জামিনের বিরোধিতা করে বলেন, বিবস্ত্র করে নারীকে নির্যাতন এবং সেই চিত্র ধারণ করে ইন্টারনেটে ভাইরাল করার ঘটনা ১৯৭১ সালের বর্বরতাকেও হার মানিয়েছে। এ কাজে সোহাগ মেম্বার আসামিদের সহযোগিতা করেছেন। তাই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১৫ নভেম্বর ওই ঘটনায় প্রধান আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেইসঙ্গে, চার্জশিটে মামলা দু’টি থেকে গ্রেফতার আসামি রহমত উল্যা ও মাইন উদ্দিন শাহেদকে অব্যাহতি দেয়া হয়। অভিযুক্ত ১৪ জনের মধ্যে ৪ জনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত: গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর সঙ্গে দেখা করতে তার বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে আসেন তার পূর্ববর্তী স্বামী। স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার বিষয়টি দেখে ফেলেন। রাত ১০টার দিকে দেলোয়ারের লোকজন ওই নারীর ঘরে প্রবেশ করে পরপুরুষের সঙ্গে অনৈতিক কাজের অভিযোগ আনেন। সেই সঙ্গে তার সঙ্গেও অনৈতিক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ওই নারীকে বিবস্ত্র করে পেটান।


সেই দৃশ্যের ভিডিও ধারণ করেন। এর এক মাস পর ৪ অক্টোবর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা করা হয়। এ মামলায় দেলোয়ার হোসেন দেলু (২৬), জামাল উদ্দিন প্রকাশ প্রবাসী জামাল (৫২), নূর হোসেন বাদল (২২),আব্দুর রহিম (২০), মোহম্মদ আলী প্রকাশ আবুল কালাম (২৩),সামছুদ্দিন সুমন প্রকাশ কন্ট্রাক্টর সুমন (৩২), ইস্রাফিল হোসেন মিয়া (২১), মাইন উদ্দিন সাজু (২১), নূর হোসেন রাসেল (২৯), আনোয়ার হোসেন সোহাগ (২৪),আব্দুর রব চৌধুরী ওরফে লম্বা চৌধুরী (৫০), মোস্তাফিজুর রহমান ওরফে আরিফ (১৯), মিজানুর রহমান প্রকাশ তারেক (২০), মোয়াজ্জেম হোসেন সোহাগ ওরফে সোহাগ মেম্বার (৪৫)কে আসামি করে তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। এদের মধ্যে ১০ জনকে গ্রেফতার করে পিবিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিবস্ত্রকরণ-মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ