Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ৩৮ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

প্রবাসী আয়ে বড় ধরনের প্রবৃদ্ধিঅর্জিত হয়েছে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে। গত জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে প্রবাসীরা ১ হাজার ২৯৪ কোটি মার্কিন ডলার আয় পাঠিয়েছেন। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ১ লাখ ১০ হাজার ১১৩ কোটি টাকার বেশি (প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে)। তার আগের অর্থবছর প্রথম ছয় মাসে এই আয়ের পরিমাণ ছিল ৯৪০ কোটি মার্কিন ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রবৃদ্ধি হয়েছে ৩৭ দশমিক ৬ শতাংশ।


বাংলাদেশ ব্যাংক সূত্রে প্রবাসী আয়ে উল্লম্ফনের এই তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে আয় এসেছে ২০৫ কোটি মার্কিন ডলার। ২০১৯ সালের ডিসেম্বরে এই আয়ের পরিমাণছিল ১৬৯ কোটি ডলার।

বাড়তি প্রবাসী আয়ের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার মজুতের নতুন রেকর্ড তৈরি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। গত ৩০ ডিসেম্বর রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার অতিক্রম করে। ১৫ ডিসেম্বর এই মজুত ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী-আয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ