Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ শর্তে বিলাসবহুল গাড়ির আগাম কর মওকুফ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

৬ শর্তে জার্মান আর্থিক ও কারিগরি প্রতিষ্ঠান কেএফডাব্লিউ’র ঢাকা অফিসের জন্য একটি বিলাশবহুল গাড়ির আগাম কর মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানি করা টয়োটা ল্যান্ড ক্রুজার ২০০ স্ট্যাশন ওয়াগন জিএক্স-আর গাড়িটির আগাম কর জনস্বার্থে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক আইন, ২০১২ এর ধারা ১২৬ এর উপ-ধারা (২) প্রদত্ত ক্ষমতাবলে এই কর মওকুফ করা হয়েছে। এনবিআররে প্রথম সচিব (মূসক নীতি) কাজী ফরিদ উদ্দিন সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে গত বছরের অক্টোবর মাসে কর মওকুফের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও এনবিআরে আবেদন করে কেএফডাব্লিউ। 

আদেশে কর মওকুফের শর্ত হিসেবে গাড়িটি বাণিজ্যিক কিংবা অন্য কাজে ব্যবহার বা বিক্রয় না করা, আমদানিকৃত পণ্য শুল্ক মূল্যায়ন বিধিমালা, ২০০০ এর আলোকে যথাযথ মূল্যে ও এইচএস কোডে শুল্কায়ন করা, এনবিআরের অনুমতি ছাড়া কোনো প্রকার হস্তান্তর বা স্থানান্তর না করা, শুল্কায়নের পূর্বে পণ্যের স্পেসিকেশনের সঠিকতা নিশ্চিত করা, আমদানি নীতি আদেশ ২০১৫-২০১৮ অনুযায়ী প্রযোজ্য শর্তাদির প্রতিপালনের কথা বলা হয়েছে।
গাড়িটি শুধুমাত্র অফিশিয়াল কাজে ব্যবহার হবে এবং কোনো প্রকার হস্তান্তর বা চুরি হলে আইন অনুযায়ী প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধ করবে এ শর্তে প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট কর কমিশনারের নিকট ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করার শর্ত মানতে বলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর-মওকুফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ