Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৌষে শীত ‘আছে-নেই’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

পৌষ মাসের তৃতীয় সপ্তাহ। পৌষের স্বাভাবিক শীত ‘আছে-নেই’ অবস্থায়। কুয়াশার ঘনত্বও কম। এরফলে প্রায় দিনভর উজ্জ্বল সূর্য কিরণকাল থাকছে। তেজ ছড়াচ্ছে রোদ।
শুধু তাই নয়; রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে এই সপ্তাহজুড়ে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক, রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এরপরের ৫ দিনে রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭.৬ এবং সর্বোচ্চ সীতাকুন্ড ও রাঙ্গামাটিতে ২৯.৫ ডিগ্রি সে.। শ্রীমঙ্গল, নওগাঁ, দিনাজপুর, তেঁতুলিয়া, ডিমলা, রাজারহাট, চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
গতকাল দেশের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি এবং রাতের পারদ ১২-১৪ ডিগ্রির আশপাশে থাকে। ঢাকার পারদ ছিল সর্বোচ্চ ২৭.৪ এবং সর্বনিম্ন ১৪.৪ ডিগ্রি সে.।
আজও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌষে শীত

২ জানুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ