Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে সিলিন্ডার বিষ্ফোরণ : নিহত ৪

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন চারজন। এদের মধ্যে গাড়ির ভেতর তিনজন ও দুর্ঘটনাস্থলের পাশে থাকা আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত কুনু মিয়ার ছেলে রাজন আহমদ (২৭), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে মাইক্রোচালক সুনাম আহমদ (২৬) ও গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার শিশুপুত্র হাসান আহমদ (৮)।
নিহতদের মধ্যে শিশু হাসান আহমদ দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি কলোনির বাসিন্দা। দুর্ঘটনার পর মাইক্রোবাসের সিল্ডিন্ডার বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুন উড়ে গিয়ে ওই শিশুর ওপর পড়ে। শিশুটি তখন ঘরের বাইরে ছিল। দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে পণ্যবাহী একটি ট্রাকের পেছনে নোহা ব্রান্ডের একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রো ও ট্রাকের ভেতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন। মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী কলোনিতে গিয়ে পড়ে। এতে মারা যায় শিশু হাসান।
এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯-এ কল দিয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা এসে নিহতদের উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেক হাসপাতালে প্রেরণ করেন। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, নিহতদের লাশ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলিন্ডার বিষ্ফোরণ নিহত ৪
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ