এফ আর টাওয়ারের ঘটনা : জামিন পেলেন বিএনপি নেতা তাসভীর
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা তাসভীরউল ইসলাম জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো.তোফাজ্জল হোসেন জামিনের আদেশ
বিষয় : উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন-২য় পত্র
শাহরিয়ার আল মামুন
সহকারী অধ্যাপক, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ
বহু নির্বাচনী প্রশ্ন
১. কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীদের পণ্য সংরক্ষণের জন্য বৃহদায়তন গুদামঘর ও কোল্ড স্টোরেজ প্রয়োজন হয়?
(ক) দালাল (খ) নিলামদার (গ) দায় গ্রাহক (ঘ) পাইকার
২. মধ্যস্থ ব্যবসায়ের সুফল হলো-
র. উপযোগ সৃষ্টি রর. আয় বৃদ্ধি ররর. মূল্য বৃদ্ধি
নীচের কোনটি সঠিক?
(ক) র. ও রর. (খ) র. ও ররর. (গ) রর. ও ররর. (ঘ) র, রর. ও ররর.
৩। জনাব পবনের বেশ কয়েকটি বড় বড় পুকুর আছে। সেখানে তিনি বাণিজ্যিকভিত্তিতে মাছের চাষ করে উক্ত মাছ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করেন। জনাব পবন কোন ধারণের পণ্য বিক্রয় করেন?
(ক) র. ভোগ্য (খ) রর. শিল্প ররর. কৃষি
নীচের কোনটি সঠিক?
(ক) র. ও রর. (খ) র. ও ররর. (গ) রর. ও ররর. (ঘ) র, রর. ও ররর.
৪. পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
(ক) অধিক মূলধন (খ) সীমিত লেনদেন (গ) কম ঝুঁকি (ঘ) ক্ষুদ্র সংগঠন
৫. দালাল তার কাজের বিনিময়ে কী পায়?
(ক) মুনাফা (খ) কমিশন (গ) মজুরি (ঘ) বেতন
৬. খুচরা ব্যবসায়ীর সাথে সরাসরি যোগাযোগ থাকে-
র. চূড়ান্ত ভোক্তার রর. পাইকারি ব্যবসায়ী ররর. আমদানিকারক
নীচের কোনটি সঠিক?
(ক) র. ও রর. (খ) র. ও ররর. (গ) রর. ও ররর. (ঘ) র, রর. ও ররর.
৭. জনাব শিহাব কক্সবাজারের একজন শুঁটকি মাছের ব্যবসায়ী। তিনি বিভিন্ন উৎস থেকে শুঁটকি মাছ ক্রয় ও প্যাকেটজাত করে বিভিন্ন অঞ্চলে বিক্রয় করেন। তিনি কোন ধরনের পাইকার।
(ক) সাধারণ পাইকার (খ) জেনারেল লাইন পাইকার (গ) বিশেষ পাইকার (ঘ) ট্রাক পাইকার
৮. বিজ্ঞাপন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
(ক) সময়গত (খ) স্বত্বাগত (গ) ঝুঁকিগত (ঘ) জ্ঞানগত
৯. স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টাকে কী বলে?
(ক) বিজ্ঞাপন (খ) ব্যক্তিক বিক্রয়
(গ) বিক্রয় প্রসার (ঘ) জনসংযোগ
১০. “ঢাকা সিমেন্ট” কোম্পানি তাদের সিমেন্টের বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন দোতলা বাসের বাহিরে বিজ্ঞাপন প্রচার করে। এতে স্বল্প সময়ের মধ্যে বিক্রয় বৃদ্ধি পায়। তারা কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম গ্রহণ করেছে?
(ক) ট্রানজিট বিজ্ঞাপন (খ) বহিঃবিজ্ঞাপন
(গ) প্রাচীরপত্র (ঘ) প্রত্যক্ষ বিজ্ঞাপন
১১. ভ্যালু কী?
(ক) পণ্য থেকে প্রাপ্ত সুবিধা (খ) আনন্দ ও হতাশার অনুভূতি
(গ) কিছু প্রদানের মাধ্যমে কিছু গ্রহণ
(ঘ) বিভিন্ন পক্ষের সাথে সু-সম্পর্ক স্থাপন
১২. মার্কেটিং যুগ কত সাল থেকে শুরু হয়?
(ক) ১৮৫০ (ক) ১৯২০ (গ) ১৯৫০ (ঘ) ২০১০
১৩. জ্ঞান অন্বেষণ কোন ধরনের প্রয়োজন?
(ক) শারীরিক (খ) সামাজিক (গ) ব্যক্তিগত (ঘ) পারিবারিক
১৪. বিপণনের বৈশিষ্ট্য হলো-
র. সামাজিজ প্রক্রিয়া রর. উৎপাদন প্রক্রিয়া ররর. ব্যবস্থাপকীয় প্রক্রিয়া
নীচের কোনটি সঠিক?
(ক) র. ও রর. (খ) র. ও ররর. (গ) রর. ও ররর. (ঘ) র, রর ও ররর
১৫। মিসেস রেহেনা একজন ফ্যাশন ডিজাইনার। তিনি অবসর সময়ে ফেসবুকে তাঁর আত্মীয় ও বন্ধুদের সাথে যোগাযোগ করেন। তিনি যে মাধ্যম ব্যবহার করেন তা বিপণনের ক্রমবিবর্তনের কোন পর্যায়ের অন্তর্ভূক্ত।
(ক) বিনিময় (খ) মার্কেটিং (গ) সম্পর্কভিত্তিক (ঘ) মোবাইল মার্কেটিং
১৬. বাংলাদেশে ওজন ও পরিমাপের মান সম্পর্কিত অধ্যাদেশ কত সালে জারি করা হয়?
(ক) ১৯৪০ (খ) ১৯৫৬ (গ) ১৯৮২ (ঘ) ১৯৯৪
১৭. নিচের কোনটি ব্যষ্টিক পরিবেশের উপাদান নয়?
(ক) সরবরাহকারী (খ) জনসংখ্যা
(গ) মধ্যস্থ ব্যবসায়ী (ঘ) গ্রাহক
১৮. বাংলাদেশে বিপণন পরিবেশের দুর্বল দিক হলো-
র. কাঁচামালের ক্রমহ্রাসামান স্বল্পতা রর. ঋণের সহজ প্রাপ্যতা ররর. শক্তি সম্পদের ব্যয় বৃদ্ধি
নীচের কোনটি সঠিক?
(ক) র. ও রর. (খ) র. ও ররর. (গ) রর. ও ররর. (ঘ) র, রর ও ররর
১৯. অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তরকে কী বলে?
(ক) ক্রয় (খ) বিক্রয় (গ) প্রমিতকরণ (ঘ) পর্যায়িতকরণ
২০. পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
(ক) রূপগত (খ) স্বত্বাগত (গ) সময়গত (ঘ) স্থানগত
২১. ইফতিখার সাহেব একজন আম ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে নিজস্ব ব্যবস্থায় ঢাকায় বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের নিকট আম সরবরাহ করেন। এখানে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
(ক) রূপগত (খ) সেবাগত (গ) সময়গত (ঘ) স্থানগত
২২. পর্যায়িতকরণ হলো-
র. শারীরিক কাজ রর. মানসিক কাজ ররর. উৎপাদনমূলক কাজ
নীচের কোনটি সঠিক
(ক) র (খ) রর (গ) র ও রর (ঘ) র ও ররর
২৩. কোন বাজারের সদস্য সংখ্যা ব্যাপক?
(ক) ভোক্তা বাজার (খ) শিল্প বাজার
(গ) পুন: বিক্রেতার বাজার (ঘ) সরকারি বাজার
২৪. কাদেরকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দু রাখা হয়?
(ক) ভোক্তা (খ) উৎপাদক (গ) পাইকার (ঘ) রফতানিকারক
২৫. মিরপুরে জনাব তুসারের “জ্ঞান কোষ” নামে একটি লাইব্রেরি আছে। এখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবই সুলভ মূল্যে বিক্রয় করা হয়। অত্র এলাকার ছাত্র-ছাত্রীরা এখান থেকে বই ক্রয় করে উপকৃত হয়। তিনি কোন বাজারে বই বিক্রয় করছেন?
(ক) ভোক্ত (খ) শিল্প (গ) পুনঃবিক্রেতা (ঘ) জাতীয়
২৬. মূল্যের অন্তর্ভুক্ত বিষয় হলো-
র. বাকির শর্ত রর. বাট্টা ররর. কভারেজ
নীচের কোনটি সঠিক
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
২৭. নিচের কোনটি লোভনীয় পণ্য?
(ক) মোবাইল (খ) আইসক্রীম (গ) পাউরুটি (ঘ) পোশাক
২৮. ভারসাম্য বিন্দু কী?
(ক) যে বিন্দুতে আয় বেশি কিন্তু ব্যয় কম
(খ) যে বিন্দুতে আয় কম কিন্তু ব্যয় বেশি
(গ) যে বিন্দুতে আয় ও ব্যয় সমান
(ঘ) যে বিন্দুতে আয় ও ব্যয় বেশি
২৯. সাব্বির ঐ.ঝ.ঈ তে অ+ পাওয়ায় তার বাবা তাকে একটি আইফোন কিনে দেন। সাব্বির তাই খুশি। তার এই গিফটটি কোন ধরনের ভোগ্য পণ্য?
(ক) লোভনীয় (খ) শপিং (গ) অযাচিত (ঘ) জরুরি
৩০. পণ্যের অন্তর্ভুক্ত হলো-
র. দ্রব্য রর. ধারণা ররর. সেবা
নীচের কোনটি সঠিক
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩১. বণ্টন প্রানালী কাদের মধ্যে যোগসূত্র স্থাপন করে?
(ক) উৎপাদক ও ভোক্তা (খ) উৎপাদক ও বিক্রেতা
(গ) উৎপাদন ও দালাল (ঘ) উৎপাদক ও ফড়িয়া।
৩২. ভোগ্য পণ্যের ক্ষেত্রে উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম হলো-
র. টেলিভিশন রর. ম্যাগাজিন ররর. ট্রেড জার্নাল
নীচের কোনটি সঠিক
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩৩. ব্যক্তিক বিক্রয় কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা?
(ক) একমুখী যোগাযোগ (খ) দ্বি-মুখী যোগাযোগ (গ) ত্রি-মুখী যোগাযোগ (ঘ) চতুর্মূখী যোগাযোগ
৩৪. বিক্রেতা ও ক্রেতার মুখোমুখিখ যোগাযোগকে কী বলে?
(ক) বিজ্ঞাপন (খ) ব্যক্তিক বিক্রয়
(গ) বিক্রয় প্রসার (ঘ) গণসংযোগ
৩৫. বিক্রয়কারীর মনস্তাত্ত্বিক গুণাবলী হলো-
র. অধ্যাবসায় রর. কল্পনাশক্তি ররর. সত্যবাদিতা
নীচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩৬. ৩জ-এর পূর্ণরূপ কী?
(ক) জবফঁপব, ৎব-ঁংব, ৎবংঃ (খ) জবফঁপব, ৎধপব, ৎব-পুপষব (গ) জবফঁপব, ৎব-ঁংব, ৎব-পুপষব (ঘ) জধপব, ৎব-ংব, ৎব-পুপষব
৩৭. পরিবেশ দূষণরোধ ও পরিবেশ উন্নয়ন নিচের কোন ধারণার অন্তর্ভুক্ত?
(ক) রিলেশনশীপ (খ) গ্রিন মার্কেটিং
(গ) অনলাইন মার্কেটিং (ঘ) কিয়স্ক মার্কেটিং
৩৮. কোন ধরনের মার্কেটিংকে টেকসই মার্কেটিং বলা হয়?
(ক) ক্যাটালগ (খ) কিয়স্ক (গ) অনলাইন (ঘ) স্রিন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।