Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

‘ভোটাধিকার আদায়ে জনগণ ঐক্যবদ্ধ হোন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

ভোটাধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন সরকার পুলিশ, প্রশাসন ও দলীয় কর্মীদের সহায়তায় আগের রাতেই ভোট ব্যালট বাক্সে ভরে রাখে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই আহবান জানান।

গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার সই করা বিবৃতিতে তিনি বলেন, ভোটের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ও প্রহসনমূলক অধ্যায় সৃষ্টি করে। বর্তমান সরকারের আমলে ভোটাররা ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। গণতন্ত্রকে প্রায় ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। আমরা ভোটাধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহবান জানাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনগণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ