Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেজর জেনারেল নজরুল বেপজার নতুন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

মেজর জেনারেল মো. নজরুল ইসলামকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

এদিকে সচিব পদে পদোন্নতি পেয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুল বারী।
গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীর এ কর্মকর্তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে প্রানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই প্রজ্ঞাপনে বেপজার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল এম এম সালাহ উদ্দিন ইসলামকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুল বারীকে সবিচ পদোন্নতি দেওয়ার পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (অতিরিক্ত সচিব) সালেহ আহমেদ মোজাফফরকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস হিসেবে বদলি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেপজার-চেয়ারম্যান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ