পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর ছাত্রদলের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। গতকাল রোববার নগরীর নাসিমন ভবন নগর বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুই গ্রুপের সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে তিনজনকে আটক করা হয়েছে। তবে ছাত্রদল নেতাদের অভিযোগ, মিছিল দেখেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সেখানে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। পুলিশের লাঠিচার্জ নতুন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন আহত হয়েছেন। আটক তিনজন হলেন- মোজাম্মেল হক মনজু, মনিরুজ্জামান সায়েম ও শিপন। পুলিশ জানায়, নতুন আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করার সময় হঠাৎ দুই পক্ষ মারামারিতে জড়ায়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ছাত্রদলের শতাধিক নেতাকর্মী কাজির দেউড়ি থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি তাদের পার্টি অফিসে আসার আগে সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শনিবার রাতে ছাত্রদলের ৩৫ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহবায়ক করা হয়েছে মো. সাইফুল আলমকে ও সদস্য সচিব করা হয়েছে শরীফুল ইসলাম তুহিনকে। নতুন কমিটিতে ১৯ জনকে যুগ্ম আহবায়ক ও ৩৫ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।