পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার এসোসিয়েশন) সাবেক সম্পাদক এবং অবসরপ্রাপ্ত বিচারপতি আবু সাইদ আহমেদ ইন্তেকাল করেছেন। গত শুক্রবার দিবাগত রাত দেড়টায় তিনি ইন্তেকাল করেন। এ তথ্য নিশ্চিত করেছেন সপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দুস (কাজল)।
গতকাল শনিবার বাদ জোহর সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিচারপতি আবু সাইদ আহমেদ ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০২ সালের ৫ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হন। ২০০৩ সালের ২৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসর নেন। ১৯৮৪-১৯৮৫ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন। বিচারপতি আবু সাইদ আহমেদের ছেলে ব্যারিস্টার মাসুদ আহমেদ সাইদ শিবলী পরবর্তীতে ২০১৪-১৫ সেশনে বারের কোষাধ্যক্ষ ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।