Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

পেছাল সাক্ষ্যগ্রহণ

জিকে শামীমের অর্থ পাচার মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

অর্থ পাচার মামলায় এস এম গোলাম কিবরিয়া (জিকে) শামীম ও তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য ৭ জানুয়ারি। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ তারিখ নির্ধারণ করেন। সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও সাক্ষীরা হাজির হননি। এ পরিপ্রেক্ষিতে তারিখ পেছানোর আবেদন জানান সরকারপক্ষীয় আইনজীবী। আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এর আগে ১০ নভেম্বর জিকে শামীম ও তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

গত ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে আদালতে জিকে শামীম ও তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। জিকে শামীমের সাত দেহরক্ষী হলেন, দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন,জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম,কামাল হোসেন,সামসাদ হোসেন এবং আমিনুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিকে-শামীম

২৫ ডিসেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ