Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা দিয়ে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম রুখা যাবে না বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ৮:৪২ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস আল্লামা ইসমাইল নুরপুরী বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। দেশের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু বিদেশী শক্তির ইন্ধনদাতারা আলেম-ওলামা ও ইসলামী শক্তির এই অগ্রযাত্রাকে রুখে দিতে নানারকম ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এদেশের সর্বজন শ্রদ্ধেয় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর ইন্তেকালের ৩ মাস পর একটি মিথ্যা ও বানোয়াট হত্যা মামলা করেছে। যে মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জন আলেমকে আসামী করা হয়েছে। তিনি বলেন, দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের জন্যই এই মিথ্যা মামলা করা হয়েছে। তাই সরকারকে অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। তিনি আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে ঢাকা জেলা ক্রীড়া মিলনায়তনে আয়োজিত দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, দেশে আজ আইনের শাসন আর বাক স্বাধীনতা বলতে কিছুই নেই। বিরোধী দল ও মতের যৌক্তিক সমালোচনা সহ্য করার মত ক্ষমতাটুকু আজ সরকার ও সরকারী দলের কর্মীরা হারিয়ে ফেলেছে। একটি মহল খেলাফত প্রতিষ্ঠার এই সংগ্রামকে সহ্য করতে পারছে না। এ জন্যই দেশের আলেম-ওলামা ও ইসলামী শক্তির বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখার পাঁয়তারা করছে। এমনকি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ধর্মীয় মাহফিলগুলোতেও বাধা দেয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের পরিস্কার বক্তব্য হলো, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে এবং ধর্মীয় মাহফিলগুলোতে বাধা প্রদান করে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে রুখা যাবে না। প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন থেকে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে আরো বেগবান করার আহŸান জানান। ঢাকা মহানগরী সভাপতি মাওলানা রুহুল আমীন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ আবদুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের নায়েবে আমীর মাওলানা খোরশেদ আলম কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা মাহবুবুল হক, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবুল হাসানাত, মাওলানা ফজলুর রহমান, মুফতি নূর মোহাম্মদ আজিজী, মাওলানা ইলিয়াছ হামিদী, মাওলানা ছানাউল্লাহ আমীনী, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা আনোয়ার হুসাইন রাজী, মাওলানা কামালুদ্দীন ফারুকী প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ খেলাফত মজলিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ