Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিআরপি নির্ণয়ের পদ্ধতি তৈরিতে কমিটি গঠন করা হবে: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ২:২৭ পিএম

টেলিভিশন চ্যানেলের জনপ্রিয়তা মূল্যায়নে টিআরপি টিআরপি নির্ণয়ের পদ্ধতি তৈরিতে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন। তিনি বলেন, টিআরপি কোন পদ্ধতিতে কী ভাবে মূল্যায়ন হবে এ জন্য একটি কমিটি গঠন করা হবে।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় নিয়ম নীতি ছাড়া কোনও প্রতিষ্ঠান টিআরপি নির্ধারণ করতে পারে না।

এসময়, ‘সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ’- মির্জা ফখরুলের এমন বক্তব্য ভিত্তিহীন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সরকার করোনা নিয়ন্ত্রণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি সফল বলেও মন্তব্য করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তথ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ