Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনআইডি সংশোধনের চেষ্টা দালাল গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের মাধ্যমে ১০ বছর বয়স কমিয়ে দেয়া হবে, আবেদনকারীকে এমন আশ্বাস দিয়ে অফিসে গিয়ে তদবির করায় এক ব্যক্তিকে আটক করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। গতকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম বাহাদুর। তিনি পটুয়াখালী জেলার দক্ষিণ বিঘাইর গ্রামের বাসিন্দা। পরে তাকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী আবেদনকারী নূর জালাল শেখ জানান, এই কাজের জন্য এক লাখ পাঁচ হাজার টাকা বাহাদুর নামে ওই দালালকে দিয়েছেন তিনি। চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে এনআইডিতে বয়স সংক্রান্ত জটিলতা সংশোধনের জন্য খায়ের নামে এক সহকর্মীর মাধ্যমে বাহাদুরের (দালাল) সঙ্গে পরিচয় হয় তার।
জিজ্ঞাসাবাদে নূর জালাল শেখ জানান, দেড় লাখ টাকার বিনিময়ে এনআইডি কার্ড সংশোধন করিয়ে দেয়ার আশ্বাস দেন বাহাদুর। নানাভাবে তদবির করে ব্যর্থ হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক বরাবর আবেদন করতে গিয়ে ধরা পড়েন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থ নেয়ার কথা স্বীকার করেছেন মো. বাহাদুর। পরে তাকে র‌্যাবের কাছে হন্তান্তর করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনআইডি-সংশোধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ