Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতিগ্রস্ত নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে

খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

অবিলম্বে বর্তমান ব্যর্থ ও দুর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনকে পদত্যাগের দাবি জনিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকারের অনুগত ব্যর্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অসদাচরণের যে অভিযোগ উত্থাপিত হয়েছে তারপর এ পদে বহাল থাকার তাদের কোন নৈতিক অধিকার নেই।

নেতৃদ্বয় বলেন, দেশের রাজনৈতিক দলগুলোও বারবার বর্তমান সরকারের আজ্ঞাবহ সিইসি নূরুল হুদাসহ কমিশনারদের পদত্যাগ দাবি করে আসছিলো। এরই মধ্যে দেশের ৪২ বিশিষ্ট নাগরিক বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীত ও অসদারচণের বিভিন্ন অভিযোগে এনে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য প্রেসিডেন্টের কাছে আবেদন করেছেন। ৮ দিন পার হয়ে যাওয়ার পরও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার আলামত লক্ষ্য করা যাচ্ছে না । সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ নির্বাচন কমিশনের পক্ষে সাফাই গাইছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির বিচার না হলে দেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। তাই বর্তমান ব্যর্থ ও দুর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ