পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীর ডবলমুরিং থানার খান বাড়ি থেকে ২৭০টি পাসপোর্টসহ গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। গ্রেফতার দুইজন হলেন- তারেক কবির (৩৮) ও নুরুল ইসলাম (৪০)। তারেক কবির একটি ট্রাভেল এজেন্সির মালিক ও নুরুল ইসলাম তার কর্মচারী বলে জানা গেছে।
গত মঙ্গলবার নগরীর চৌমুহনী খান বাড়িতে অভিযান চালিয়ে তারেক কবিরের শ্বশুরের বাড়ি থেকে এসব পাসপোর্ট জব্দ করা হয়। ডবলমুরিং থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা অর্ণব বড়–য়া জানান, আটক পাসপোর্টের মধ্যে মিয়ানমারের কিছু পাসপোর্ট রয়েছে। বাকি পাসপোর্ট কক্সবাজার এলাকার বাসিন্দাদের নামে।
ধারণা করা হচ্ছে পাসপোর্ট অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে রোহিঙ্গাদের নামে এসব পাসপোর্ট বানানো হয়েছে। এসব পাসপোর্ট ব্যবহার করে রোহিঙ্গাদের বিদেশে পাচারের উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতার তারেক কবির কালো তালিকাভুক্ত রাহাত ট্রাভেল এজেন্সির মালিক উল্লেখ করে তিনি বলেন, এর নেপথ্যে মানব পাচারের ঘটনা আছে কিনা তা জানতে তাদের রিমান্ডে আনার আবেদন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।