Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

মনোয়ারা হাসপাতাল, সাতজনের নামে মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালে ভুল চিকিৎসায় সিরাজুল ইসলাম (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগের থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালটির ম্যানেজার সুমনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে রাজধানীর মনোয়ারা হাসপাতালে ভুল চিকিৎসায় এক বৃদ্ধ মারা যাওয়ার ঘটনায় স্বজনরা সামান্য ভাঙচুর করেছেন। পাশাপাশি তারা হাসপাতালের সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় হাসপাতালের ম্যানেজার সুমনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের স্বজনরা জানায়, সিরাজুল ইসলামের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। স্ত্রী নুরজাহান বেগম ও সন্তান নিয়ে সেগুনবাগিচা ৬/১ নম্বর বাসার ২/সি নম্বর ফ্ল্যাটে থাকতেন। চার ছেলে ও চার মেয়ের মধ্যে সাতজনই দেশের বাইরে থাকেন। সিরাজুল ইসলাম বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। এছাড়া বায়তুল মোকাররম মার্কেটে দ্যা ইন্টারন্যাশনাল ওয়াচ কোম্পানি নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

সিরাজুল ইসলামের শ্যালক জুলফিকার আলী জানান, কয়েকদিন আগে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পান তিনি। এরপর চিকিৎসক দেখালে তার হাঁটুতে অস্ত্রপচার করার কথা বলেন। সেইজন্য ২০ ডিসেম্বর রাত ৯টার দিকে তাকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে অর্থোপেডিক বিভাগে ভর্তি করানো হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়। এরপর রাত ৮টার দিকে জানানো হয় রোগীর হার্ট কাজ করছে না। এর কিছুক্ষণ পর আবার জানানো হয় রোগীকে আইসিউতে রাখলে দু’একদিন পর সবকিছু ঠিক হয়ে ওঠবে। তবে ততক্ষণে রোগীর মৃত্যুর বিষয়টি স্বজনদের মাঝে জানাজানি হয়ে যায়। তারা ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুললে হাসপাতালের লোকজন পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুল-চিকিৎসা

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ