পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এরপর বন্দর পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ভারতীয় হাই কমিশনার চট্টগ্রাম বন্দর হয়ে ভারতীয় পণ্যের ট্রানজিট ও ট্রানশিপমেন্ট সহজতর করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া চট্টগ্রাম বন্দরের উন্নয়নসহ দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে যেকোন ধরনের উন্নয়ন ও বিনিয়োগে ভারতের সহযোগিতার কথা জানান তিনি।
এ সময় চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দিনের সফরে রোববার চট্টগ্রাম আসেন ভারতীয় হাইকমিশনার। ওইদিন তিনি চিটাগাং চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।