Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পোশাক খাত নিয়ে টিআইবির প্রতিবেদন দুরভিসন্ধিমূলক’

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

পোশাক খাত নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। পাশাপাশি, প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে তা পুনঃমূল্যায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। এক বার্তায় বিজিএমইএ জানায়, যথাযথ মানদন্ড ও নিয়ম অনুসরণ না করেই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। এর উদ্দেশ্য খতিয়ে দেখার আহবান জানায় বিজিএমইএ। পোশাক খাতে কর্মরত মোট শ্রমিকের প্রায় ৪২ দশমিক ০২ শতাংশ শ্রমিক বেতন-ভাতা বাবদ সরকারি প্রণোদনার অর্থ পায়নি বলে গেল ১৭ ডিসেম্বর এক প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে বলা হয়, পোশাক মালিক ও বিদেশি ক্রেতা সংগঠনগুলো শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেয়নি। তাছাড়া করোনাকালে আইনের অপব্যবহার করে কারখানা লে-অফ করেছে মালিকরা। এতে অনেক শ্রমিক চাকরি হারিয়েছেন। প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সঠিক তালিকা প্রণয়নের দাবিও জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিআইবির-প্রতিবেদন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ