Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ মার্চেন্ট ব্যাংককে সতর্ক করল বিএসইসি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে নতুন কোম্পানি আনতে ব্যর্থ হওয়ায় তিন মার্চেন্ট ব্যাংককে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। মার্চেন্ট ব্যাংকগুলো হলো বেঙ্গল ইনভেস্টমেন্ট, এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট এবং পিএলএফএফ ইনভেস্টমেন্ট।

জানা যায়, বেঙ্গল ইনভেস্টমেন্ট ২০১২ সালে এবং এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট ২০১০ সালে সর্বশেষ ইস্যু এনেছে।

এছাড়া পিএলএফএস ইনভেস্টমেন্ট গত তিন বছরেও একটি ইস্যু আনতে পারেনি। অথচ প্রতি দু’বছরে কমপক্ষে একটি আইপিওর আবেদন জমা দেয়ার বিধান রয়েছে। এ কারণে স¤প্রতি ওই তিনটি মার্চেন্ট ব্যাংকের কাছে ইস্যু না আনার কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় বিএসইসি। প্রতিষ্ঠানগুলো তাদের ব্যাখ্যাও দেয়। এরই ধারাবাহিকতায় বিএসইসি সার্বিক দিক বিবেচনা করে তিনটি মার্চেন্ট ব্যাংকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসইসি

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ