পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মধুপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২ জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে ডিবি পুলিশ। নিহত ২ জঙ্গির লাশ অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে। থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। নিহত জঙ্গিদের স্ত্রীরাও নারী জঙ্গির অভিযোগে আটক হয়ে জেলহাজতে রয়েছে।
গতকাল সোমবার টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি অশোক কুমার সিংহ জানান, মধুপুরে বন্দুকযুদ্ধে নিহত জঙ্গিদের একজন হলো গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনার পাড় পশ্চিম রাজাপুর ভুতপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মুকছেদুল ইসলাম ওরফে মোজাম্মেল ওরফে আরেফ (৩৫) এবং অপরজন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারি পাড়া (কানাই পাড়) গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মাহফুজুর রহমান ওরফে সোহেল ওরফে বিজয় ওরফে সুজন ওরফে শুভ ওরফে জয় (২৭)। নিহত মাহফুজুর রহমান চট্টগ্রামের হাটহাজারী থানার বিস্ফোরক মামলার পলাতক আসামী ছিল। তার স্ত্রী রোমানা আক্তার রুমা (২২) গত ২৩ জুলাই জেএমবি’র নারী সদস্য হিসেবে সিরাজগঞ্জ ডিবি পুলিশের নিকট গ্রেফতার হয়ে সিরাজগঞ্জ জেল হাজতে আছে। অপরদিকে নিহত মোকছেদুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (২৫) একই অভিযোগে গত ৫ জুলাই টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশের নিকট গ্রেফতার হয়ে টাঙ্গাইল জেল হাজতে রয়েছে।
ডিবি’র ওসি আরো জানান, টাঙ্গাইলে লাশ রাখার কোন হিমাগার না থাকায় নিহত ২ জঙ্গির লাশ অজ্ঞাত হিসাবে রোববার রাতেই শহরের বেবিস্ট্যান্ড কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে মধুপুর থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, মধুপুরে নিহত ২ জঙ্গির ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় নাশকতার মামলা করেছে।
উল্লেখ্য রোববার ভোর ৪টার দিকে মধুপুর উপজেলার টেলকী নামক স্থানে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি নিহত হয়। নিহত ২ জঙ্গিকে জামাআতুল মোজাহেদীন বাংলাদেশ-এর (জেএমবি) সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।