Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকাস্থ শেরপুর জেলার সাংবাদিক ফোরামের কমিটি গঠন

আহবায়ক হকি, সদস্য সচিব মামুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

যাত্রা শুরু হলো ঢাকাস্থ শেরপুর জেলা সাংবাদিক ফোরামের। গতকাল ঢাকার পূর্বাচলে মোল্লা বাড়িতে অনুষ্ঠিত এক সভায় সমকালের সিনিয়র রিপোর্টার হকিকত জাহান হকিকে আহবায়ক ও দেশ রুপান্তরের সিনিয়র রিপৌর্টার মামুন আব্দুল্লাহকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটি ঘোষণা করেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল। কমিটির অন্য সদস্যরা হলেন- বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রুকুনুজ্জামান অঞ্জন, সিনিয়র সাংবাদিক তাসলিমা শিখা, আমাদের সময়ের সহকারী সম্পাদক মঈন আবদুল্লাহ, আমাদের সময়ের অনলাইন ইনচার্জ দেলোয়ার রাশেদ, স্পোর্টসমেইল২৪.কমের সম্পাদক রোকুনুজ্জামান সেলিম, প্রিয়.কমের তানজিল রিমন, দৈনিক মুখপাত্রের সিনিয়র রিপোর্টার মালেক মল্লিক, বাংলাদেশ জার্নালের মুজাহিদ বিল্লাহ। কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি এ কে এম শহিদুল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক-ফোরাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ