Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়ার মাজারে নেতাকর্মীর ঢল

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন। নেতৃত্বে ছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অসংখ্য নেতাকর্মীর ঢল নেমেছিল মাজার প্রাঙ্গণে। শ্রদ্ধা জানানোর নির্ধারিত সময় বিকেল ৫টা হলেও বেলা ২টার পরপরই শেরেবাংলা নগরে জিয়ার মাজার প্রাঙ্গণসহ আশপাশ এলাকা কানায় কানায় ভরে যায় দলীয় নেতাকর্মী-সমর্থকে। ছিল মুহুর্মুহু স্লোগানসহ  করতালিও। মাজার প্রাঙ্গণের দেয়ালে বিশাল আকারের জাতীয় পতাকা ও বিএনপির পতাকা টানানো হয়।
বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে অপেক্ষা করেন নেত্রীর জন্য। বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসন নবগঠিত স্থায়ী কমিটি, উপদেষ্টা কাউন্সিল ও জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান এবং মরহুম নেতার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই কমিটি দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের সাড়ে ৪ মাস পর ৬ আগস্ট খালেদা জিয়া দলের ১৯ সদস্যের নতুন স্থায়ী কমিটির ১৭ জনের নাম, ৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিল ও ৫০২ সদস্যের জাতীয় কাউন্সিল ঘোষণা দেন। কেন্দ্রীয় কমিটি ঘোষণা করার পর নানা অপপ্রচার ছড়ানো হলেও নেতাকর্মীর নজিরবিহীন উপস্থিতির দৃশ্যপটই বলে দেয় বিএনপিতে নতুন জাগরণের সৃষ্টি হয়েছে।      
শেরেবাংলা নগরের বাসিন্দাদের পর্যবেক্ষণ হলোÑ গত এক যুগের মধ্যে ওই মাজার প্রাঙ্গণে এত নেতাকর্মীর উপস্থিতি ঘটেনি। নজিরবিহীন শৃঙ্খলার ব্যত্যয়ও ঘটেনি। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই দলীয় প্রধানের ডাকে প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন নেতারা। পরোয়ানা জারি হওয়া কোনো কোনো নেতা ধরেই নিয়েছিলেন মাজার চত্বর থেকেই তাকে কারান্তরীণ হতে হবে। প্রস্তুতিও ছিল বলে আলাপকালে জানিয়েছেন কয়েকজন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, রুহুল আলম চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, জেড এম জাহিদ হোসেন, মীর নাছির, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফুর রহমান খান আজাদ, আমানউল্লাহ আমান, আ ন হ আখতার হোসেইন, জয়নুল আবদিন ফারুক, ব্যারিস্টার হায়দার আলী, অধ্যাপিকা তাজমেরী ইসলাম, কাজী আসাদ, হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক নান্নু, আফরোজা খান রীতা, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ  মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মাহবুবুর রহমান শামীম,  হারুনুর রশিদ, নজরুল ইসলাম মঞ্জু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শাখাওয়াত হোসেন জীবন, কর্নেল (অব:) আনোয়ারুল আজীম, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, নওশাদ জমির, গবেষণা সম্পাদক আবু সাঈদ খান খোকন, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সপু, গণশিক্ষা সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, প্রকাশনা সম্পাদক হাবীবুল ইসলাম হাবীব, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, তাঁতিবিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শহীদুল ইসলাম বাবুল, আব্দুল মমিন তালুকদার খোকা, অনিন্দ ইসলাম অমিত, জয়ন্ত কুমার কু-ু, মাহবুবুল হক নান্নু, আব্দুল আউয়াল খান, ওয়ারেছ আলী মামুন, শরীফুল আলম, সেলিমুজ্জামান সেলিম, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপ, মুনির হোসেন, বেলাল হোসেন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।
সাংগঠনিক সম্পাদকদের সভা  রাতে দলের সাংগঠনিক সম্পাদকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে জেলায় জেলায় সভা করার প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিয়ার মাজারে নেতাকর্মীর ঢল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ