Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো রংধনু গ্রুপ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ এএম

বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে রংধনু গ্রুপ। গতকাল বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে প্রত্যেককে নগদ অর্থ প্রদান করা হয়।

জানা গেছে, রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে বিজয়ের মাসে উপজেলার ৬৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক মুক্তিযোদ্ধার মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। কায়েতপাড়া ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সামসুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান, আ.লীগ নেতা ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। এ সময় উপস্থিত ছিলেন, থানা আ.লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুকু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, কায়েতপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল আউয়াল, আলহাজ ইয়ার হোসেন, আলাউদ্দিন মিয়া, আলী আজগর, আলতাফ হোসেন, করিম পাঠান, প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া, ইউপি সদস্য মাসুম আহম্মেদ প্রমুখ।

এ সময় কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্য সন্তান। তাই তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আপনারা দোয়া করবেন আমি যেন রূপগঞ্জসহ সারা দেশের মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যেতে পারি। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে যেতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রংধনু-গ্রুপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ