পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের বাসায় হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে গোপীবাগের বাসায় এই হামলা হয়েছে। অবশ্য এ সময় বাসায় কেউ না থাকায় হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
তবে বাসার সামনের দিকে জানালার কাচ ভাঙা পড়েছে। এ ঘটনায় ইশরাক মতিঝিল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। ডায়রি নং-১৪/২৮। গতকাল দুপুরে মতিঝিল থানায় স্বশরীরে হাজির হয়ে জিডি করেন তিনি। এ সময় ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ২০-২৫ জন যুবক ভোর রাতে আমাদের বাসার গলিতে ঢুকে হেলমেট পরে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে আমি সাধারণ ডায়েরি করেছি। এছাড়াও বিষয়টি আমি আমাদের দল এবং দলের হাইকমান্ডকে জানিয়েছি। এই নিয়ে দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে পুলিশ কি বলেছে জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, আমার আমাদের অভিযোগ জানিয়েছি। পুলিশ সাধারণ ডায়েরি ভুক্ত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে তারা আমাকে আশ্বস্ত করেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মতিঝিল থানায় এসআই সবুজ মিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।