পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোএ্যান ওয়াগনার। বন্দর ভবনে রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে তিনি বন্দর পরিদর্শনে যান।
দেশের এ প্রধান সমুদ্রবন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) ৩ ও ৪ নম্বর জেটিতে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জোএ্যান ওয়াগনারকে ১৪টি কী গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে দ্রুততম সময়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, নতুন নতুন হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংগ্রহ এবং বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক অবহিত করেন।
এ সময় চট্টগ্রাম বন্দরের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিচালক (পরিবহন) এনামুল করিম, পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোস্তফা আরিফ-উর রহমান খান, টার্মিনাল ম্যানেজার মো. কুদরত-ই-খুদা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেছেন এবং বন্দর পরিদর্শন করেছেন। বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন দূতাবাস কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।