Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিডার অনলাইন ওএসএস পোর্টালে ১৪ নতুন সেবা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে গতকাল থেকে নতুনভাবে যুক্ত হলো আরো ১৪টি নতুন সেবা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন সেবাসমূহ উদ্বোধন করেন। এর ফলে এখন থেকেই বিনিয়োগকারীরা অতিদ্রুত সহজেই অনলাইনে সেবাগুলো পাবেন।
বিজয়ের মাসে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে মন্ত্রী বলেন, পরিবেশের গুরুত্ব উপলব্ধি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা অর্জনের পর থেকেই পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের কাজ শুরু করেন, তিনি ১৯৭৩ সালে ওয়াটার পলুশন কন্ট্রোল অর্ডিন্যান্স জারি করেন। সেই ধারাবাহিকতায় পরিবেশ কে গুরুত্ব দিয়ে ১৯৯৭ সালে পরিবেশন সংরক্ষণ বিধিমালা প্রণয়ন করা হয়। প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন এবং তা অবশ্যই পরিবেশকে রক্ষা করেই, সেই লক্ষ্যেই ২০৩০ সালে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে আর সেই সাথে বিনিয়োগ বাড়াতে হবে বহুগুণ। এ সময়ে তিনি বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে আনুষ্ঠানিকভাবে আজ থেকে নতুন ১৪টি সেবা যুক্ত হওয়ায় বিনিয়োগ সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ২০৪১ সালে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অর্থনীতি বহুগুণ বাড়াতে হবে, মাথাপিছু ইনকাম ১২,৫০০ ডলার উন্নীত করতে হবে, আর এটা করার জন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান এবং সবাইকে সমান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওএসএস-পোর্টাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ