Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০% মহার্ঘভাতাসহ স্থায়ী বেতন কমিশনের দাবি

তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে ৪০ শতাংশ মহার্ঘভাতা প্রদানের পাশাপাশি স্থায়ী বেতন কমিশনের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। সমিতির নেতারা বলছেন, স্বল্প আয়ের কর্মচারীরা কঠিন অর্থনৈতিক সংকটে নিমজ্জিত এবং পরিবার নিয়ে নিরুপায় দিশেহারা। এ অবস্থার উত্তরণে নতুন জাতীয় বেতন কমিশন গঠন এবং কর্মচারিদের কাছে গ্রহণযোগ্য একটি বেতন কাঠামো জরুরী।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচাস্থ্য ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব দাবী করেন তারা। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ইব্রাহিম খলিল লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সমিতির মহাসচিব মো. ওবায়দুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার ২০১৫ সালে ৮ম জাতীয় বেতন স্কেল কার্যকর করে। কিন্তু তৎপরবর্তিতে কয়েকদফা গ্যাস, বিদ্যুৎসহ অন্যান্য পরিষেবা মুল্য বৃদ্ধি করা হয়। এমনকি জীবন রক্ষাকারি ওষুধসহ নিত্যপণের সকল সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে। এর ফলে স্বল্প আয়ের কর্মচারীরা কঠিন অর্থনৈতিক সংকটে নিমজ্জিত এবং পরিবার নিয়ে নিরুপায় দিশেহারা। এ অবস্থার উত্তরণে নতুন জাতীয় বেতন কমিশন গঠন এবং কর্মচারিদের কাছে গ্রহণযোগ্য একটি বেতন কাঠামো যা উচ্চতর-নিম্নতর পদের বেতন বৈষম্য কমিয়ে আনবে। এসময় সমিতির সভাপতি ইব্রাহিম খলিল ৯ দফা দাবি পেশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্থায়ী-বেতন-কমিশন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ