পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : এবার রাজধানীতে বসবাসকারী ভাড়াটিয়াদের আইডি কার্ড দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ভাড়াটিয়াদের কাছ থেকে এর আগে নেয়া তথ্যের ভিত্তিতে এ কার্ড করছে ডিএমপি। মূলত সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করা আর ভাড়াটিয়াদের উপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর রাখাই এর মূল লক্ষ্য। এমনটি জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের প্রধান উপ-কমিশনার মাসুদুর রহমান।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জঙ্গি হামলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়। পাড়া-মহল্লার আবাসিক এলাকা ও মেসবাড়িতে শুরু হয় ব্লক রেইড। জঙ্গির খোঁজে বাসায় বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর তল্লাশীতে বেশ ভোগান্তিতে পড়েন ব্যাচেলররা। তাই এ আইডি কার্ডের ব্যবস্থা। জানিয়েছেন একাধিক পুলিশ কর্মকর্তা। মেসের বাসিন্দারা মনে করেন আইডি কার্ডে তাদের সমস্যা কমবে।
আর ঝামেলা এড়াতে বা ভাড়াটিয়া তথ্য নিজের কাছে রাখতে নতুন কার্ড করা প্রক্রিয়া সহায়ক হবে বলে মনে করেন বাড়ির মালিকরা। নাগরিক সুবিধা প্রদান আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক এমন উদ্যোগ সকলের কাছেই গ্রহণযোগ্য হবে এমনটি আশা করছেন পুলিশ কর্মকর্তারা। সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলায় বাসা ভাড়া পাওয়া বেশ জটিল হয়ে উঠেছে। তাই আইডি দেয়ার এই ধারণাকে স্বাগতও জানিয়েছে ভাড়াটিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।