Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রেনের অগ্রিম টিকিট ২৯ আগস্ট থেকে

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৯ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। গতকাল রোববার রাজধানীর রেল ভবনে দুপুরে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এ কথা জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ২৯ আগস্ট ৭ সেপ্টেম্বরের, ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের এবং ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের অগ্রিম টিকেট বিক্রি করবে রেলওয়ে। একইভাবে ঈদপরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ৫ সেপ্টেম্বর ১৪ তারিখের, ৬ সেপ্টেম্বর ১৫ তারিখের, ৭ সেপ্টেম্বর ১৬ তারিখের, ৮ সেপ্টেম্বর ১৭ এবং ৯ সেপ্টেম্বর ১৮ সেপ্টেম্বরের টিকিট বিক্রি করবে রেলওয়ে। সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে সর্বোচ্চ ৪টি টিকিট দেওয়া হবে এবং বিক্রীত টিকিট ফেরত নেওয়া হবে না। ঈদের আগে ৩ দিন (৯-১১ সেপ্টেম্বর) এবং ঈদের পরের ৭ দিন (১৪-২০ সেপ্টেম্বর চাঁদ দেখার ওপর নির্ভরশীল) ৫ জোড়া ও ঈদের দিন শোলাকিয়া স্পেশাল ২ জোড়াসহ মোট ৭ জোড়া ট্রেন চলাচল করবে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনসমূহের (৭১১ উপকুল এক্সপ্রেস, ৭৮৫ বিজয় এক্সপ্রেস ও ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস ছাড়া) অফ-ডে (সাপ্তাহিক বন্ধ) থাকবে না। ঈদের পর হতে যথারীতি আন্তঃনগর ট্রেনসমূহের অফ-ডে বহাল থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না। রেলপথমন্ত্রী জানান, ঈদের টিকিট কালোবাজারী প্রতিরোধে ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট,রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, স্থানীয় পুলিশ, র‌্যাব ও বিজিবির সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। এছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুর্ঘটনা মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনের অগ্রিম টিকিট ২৯ আগস্ট থেকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ