পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি বলেছেন, নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গারা আরামেই আছেন। কক্সবাজারের উখিয়া-টেকনাফের ক্যাম্পের তুলনায় সেখানে তারা উন্নত জীবন যাপন করছেন। ভাসানচর নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভুল ধারণাও ভাঙ্গতে শুরু করেছে। ভাসানচরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিরতণ শেষে গতকাল বুধবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নগরীর পতেঙ্গায় বোট ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. শেখ শফিউল আজম, অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ সালাম উপস্থিত ছিলেন।
সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ বলেন, বাংলাদেশের এক চত‚র্থাংশ মানুষ চরাঞ্চলে বসবাস করে। রোঙ্গিাদের জন্য ভাসানচরে উন্নত মানের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সেখানে খোলা জায়গা, শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা, স্কুল, মসজিদ, বাজারও রয়েছে। বিদেশি অনেক সংস্থা না বুঝেই রোহিঙ্গাদের সেখানে স্থানান্তরের বিরোধীতা করেছিলো। তিনি বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফেরত গেলে ভাসানচরে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং ক্যাডেট কলেজ গড়ে তোলার মতো পরিবেশ রয়েছে। সোসাইটির উদ্যোগে সেখানে রোহিঙ্গাদের মাঝে মানবিক ত্রাণ সামগ্রী বিতরণের বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি বলেন, কক্সাবাজারের ক্যাম্পের মতো ভাসানচরেও রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। তাদের তিন মাসের খাবার দেওয়া হবে। সেখানে সোসাইটির কর্মীরা ত্রাণ সামগ্রী বিরতণ অব্যাহত রেখেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।