পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রস্তাবিত ‘সিটিজেনস ব্যাংক লিমিটেড’-এর ব্যবসায়িক পরিকল্পনা বিস্তারিত পর্যালোচনা শেষে ব্যাংকটির চ‚ড়ান্ত লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের ৪১০তম বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বোর্ড সভায় উপস্থিত এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ১৭ ফেব্রæয়ারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যেই কার্যক্রম শুরুর লক্ষ্যে লোগো উন্মোচন করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। তবে এই বোর্ড সভার মাধ্যমে সিটিজেন ব্যাংককে চ‚ড়ান্ত লাইসেন্স দেয়া হল। বোর্ড সভায় সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণসহ সার্বিক পারফরম্যান্স নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয়া হয়। পাশাপাশি ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্মারক লোগো সংযুক্ত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বাংলাদেশ সরকার বিনিয়োগ সূচক ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্পেশাল পারপাস ভেহিকল ও ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন, টেকনোলজির উন্নয়ন শীর্ষক এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন, নিজস্ব জনবলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) উন্নয়ন অগ্রগতি প্রতিবেদন এবং ২০২০-২১ অর্থবছরের জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অনুক‚লে ৫০০ কোটি টাকার পুনঃ অর্থসংস্থান ঋণসীমা মঞ্জুর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।