Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সাভারে প্রথম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক

আইএসপিআর | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

সাভারে সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সাভার সেনানিবাসে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের (আরভিঅ্যান্ডএফসি) ডিপোতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল আকবর হোসেনকে আরভিঅ্যান্ডএফসির প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে আরভিঅ্যান্ডএফসির জ্যেষ্ঠ অধিনায়ক ও সুবেদার মেজর প্রথম কর্নেল কমান্ড্যান্টকে আরভিঅ্যান্ডএফসি কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ র‌্যাংক ব্যাচ পরিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ৯ম পদাতিক ডিভিশনের সাভার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীনসহ কোরের অধীনস্থ সকল ইউনিটের অধিনায়ক ও সদস্যরা।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্নেল-কমান্ড্যান্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ