Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ও ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস এর সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানায়, প্রশিক্ষণে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত স্বাস্থ্য বিটের ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছে। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা প্রদান করা এই প্রশিক্ষণ আয়োজনের উদ্দেশ্য। যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভ‚মিকা পালন করবে।

গতকাল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম, কমিউনিকেশন এন্ড প্রিভেনশন ম্যানেজার ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) বাংলাদেশ ডেলিগেশন জার্মান মুএউ, বাংলাদেশ হেলথ্ রিপোটার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ, সাধারণ সম্পাদক রাশেদ রাব্বি, সোসাইটির কমিউনিকেশন বিভাগের পরিচালক মো. বেলাল হোসেন ও সোসাইটির ট্রেনিং বিভাগের পরিচালক একরাম ইলাহী চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ