Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নগর আদালত আইন’ প্রণয়নে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

বিচারের দীর্ঘসূত্রিতা নিরসনে ‘নগর আদালত আইন’ প্রণয়নের দাবিতে লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। গতকাল রোববার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন রেজিস্ট্রার্ড ডাকযোগে এ নোটিশ পাঠান। আইনমন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নোটিশের ‘প্রাপক’ করা হয়েছে।

নোটিশে বলা হয়,আইনের আশ্রয় পাওয়া ও দ্রুততম সময়ের মধ্যে বিচার পাওয়ায় অধিকার প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার হিসেবে সংবিধান স্বীকৃত। এটি নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির জন্য দেশের বিচারব্যবস্থায় ২০০৬ সালের ‘গ্রাম আদালত আইন’ একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ক্ষুদ্র বিষয় নিষ্পত্তির জন্য মানুষকে প্রচলিত আইন আদালতের শরণাপন্ন হতে হয়। সেখানে পদ্ধতিগত কারণে মানুষকে বছরের পর বছর একটি অত্যন্ত স্পষ্ট বিষয় নিয়েও আদালতের বারান্দায় ঘুরতে হয়। যা মানুষের জন্য অত্যন্ত দুঃসহ যন্ত্রণার কারণ হয়ে দেখা দেয়।

এই দীর্ঘসূত্রিতা থেকে পরিত্রাণ পেতে বতর্মান বাস্তবতায় ‘গ্রাম আদালত’র আলোকে শহরাঞ্চলের নাগরিকদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির জন্য ‘নগর আদালত আইন’ প্রণয়ন করা একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। নগর আদালত পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রচলিত বিচার ব্যবস্থায় আদালতের ওপর চাপ কমবে। এর ফলে একদিকে যেমন মানুষ তাদের ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির জন্য একটি আদালত পাবে যেখানে এটা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হবে অন্যদিকে প্রচলিত বিচার ব্যবস্থায় আদালতের ওপর যে চাপ রয়েছে, মামলার দীর্ঘসূত্রিতা ও জট অনেকাংশে লাঘব করা সম্ভব হবে। বর্তমান বাস্তবতার আলোকে এবং মানুষের সংবিধান স্বীকৃত যে দ্রুতবিচার পাওয়ার এবং আইনের আশ্রয় লাভের অধিকার আছে সেই অধিকার বাস্তবায়নের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বিরোধ নিষ্পত্তির জন্য প্রচলিত আদালতের বাইরে গিয়ে ‘গ্রাম আদালত’ আইনের মতো ‘নগর আদালত’ আইন প্রণয়ন করা বর্তমানের সময়ের দাবি। তাই অধিক জনসংখ্যার দেশে এবং বিদ্যমান বিচার কাঠামোর বাবস্ততার নিরিখে মানুষের মৌলিক অধিকার লাভের অধিকার অনেকাংশেই সংকীর্ণ হয়ে এসেছে। দীর্ঘদিন বিচারপ্রার্থী মানুষ বিচারের অপেক্ষায় থেকে, অনেকে বিচার না পেয়ে নিজেরাই নিজেদের গুটিয়ে নিচ্ছে। অনেকে নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। যার ফলে সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিগ্যাল-নোটিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ