Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ই-কৃষি সম্প্রসারণ প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য-যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পটি বাস্তবায়নে ধীরগতির ফলে নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ হচ্ছে না। তাই প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হচ্ছে। ৯০ কোটি টাকা ব্যয়ের ওই কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য-যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পটি ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুন মেয়াদে শেষ হওয়ার কথা ছিল। ২০১৮ সালের মার্চে প্রকল্পটি একনেক সভা থেকে অনুমোদন দেওয়া হয়। প্রকল্পে সংশোধন করা হচ্ছে।

সংশোধিত প্রকল্পটি আগামীকাল (৮ ডিসেম্বর) শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। এতে প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়াবে ১০৯ কোটি টাকা। একই সাথে ২০২২ সালের জুন নাগাদ মেয়াদও বাড়তে পারে। কৃষি তথ্য সার্ভিসের ভৌত অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণের জন্য নয়টি আঞ্চলিক অফিস ভবন নির্মাণ, একটি প্রেস ভবন, একটি কমিউনিটি রেডিও ভবন নির্মাণ, সংস্থার মুদ্রণ শাখায় পাঁচ ধরনের মুদ্রণ ও মুদ্রণ সংশ্লিষ্ট আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে মুদ্রণ শাখার সক্ষমতা বাড়ানো, ইলেকট্রনিক মিডিয়া শাখার সক্ষমতা বাড়ানোর জন্য স্টুডিওতে আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোসহ বিভিন্ন উন্নয়নে প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে।

দেশের ১২টি জেলায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের (এআইসিসি) ঢাকা আঞ্চলিক ও প্রেসের জন্য ১২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের একটি সাত তলা ভবন নির্মাণ করা হবে। আটটি আঞ্চলিক অফিস, একটি কমিউনিটি রেডিও ভবন, ৪৯৯টি এআইসিসি কার্যক্রম জোরদারকরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ই-কৃষি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ