পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভুল অস্ত্রোপচারে দুটি কিডনি কেটে ফেলার ঘটনা তদন্তের জন্য ময়নাতদন্তের প্রতিবেদন সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগ পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তারা।
গতকাল সকাল সাড়ে ১১টার দিকে কমিশনের পরিচালক আল মাহমুদ ফয়জুল কবীরের নেতৃত্বে দুই সদস্যের একটি টিম ফরেনসিক বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদের কক্ষে যান। এর আগে গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে মানবাধিকার কমিশন।
উল্লেখ্য, কিডনি জটিলতায় ২০১৮ সালের সেপ্টেম্বরের শুরুতে বিএসএমএমইউতে রওশন আরা বেগমকে ভর্তি করা হয়। অস্ত্রোপচার করে তার বা পাশের কিডনি ফেলে দেয়ার কথা বলেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর আরও অসুস্থ হয়ে পড়েন রওশন আরা। পরে পরীক্ষা করে দেখা যায়, তার দুটি কিডনিই নেই। মাস দুয়েক কষ্ট সহ্য করে তিনি মারা যান।
ওই নারীর ময়নাতদন্ত প্রতিবেদনে তার দুটি কিডনি ফেলে দেয়ার প্রমাণ পাওয়ার তথ্য উঠে আসে। সম্প্রতি এই ঘটনায় চার চিকিৎসকের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা হয়। মামলার আসামিরা হলেন- হাসপাতালের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল (৫৫), একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক হোসেন (৪৮), চিকিৎসক মো. মোস্তফা কামাল (৪৬) ও আল মামুন (৩৩)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।