Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাহিদ সভাপতি গৌতম সম্পাদক

বিসিএস ১৮ ব্যাচের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বিসিএস (প্রশাসন) ১৮ ব্যাচের নতুন কমিটি গঠন। এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) জাহিদুল ইসলাম ভূঞা-সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) গৌতম চন্দ্র পাল, সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। গতকাল বুধবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৮ নভেম্বর রাজধানীর মগবাজারস্থ বিয়াম মাল্টি পারপাস হলে সুহৃদ ১৮ সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর মগবাজারস্থ বিয়াম মাল্টি পারপাস হলে অনুষ্ঠিত সভায় ফয়েজ আহাম্মদ ও রফিকুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি সমিতির সার্বিক কর্মকান্ড উপস্থাপন করেন। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সমর্থন ও অনুমোদনের ভিত্তিতে পরবর্তী তিন বছরের জন্য নুতন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিবকে সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-শফিউল আরিফ, যুগ্ম-সম্পাদক-আ. ন. ম. বজলুর রশিদ, কোষাধ্যক্ষ-সাঈদ কুতুব, দপ্তর ও প্রচার সম্পাদক- হামিদুল হক, গবেষণা ও পেশাগত উন্নয়ন সম্পাদক-ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক-আতিকুর রহমান এবং কার্যকরী সদস্য- আবু ছালেহ মো. ফেরদৌস খান, জিয়াউল হক, রহিমা বেগম ও নাফরিজা শ্যামা। সুহৃদ ১৮ এর সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে মর্মে উল্লেখপূর্বক সন্তোষ প্রকাশ করে ভবিষৎতেও এই ধারা অব্যাহত থাকবে বলে সকলে প্রত্যাশা ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৌতম-সম্পাদক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ