পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীতে ১৪টি স্বর্ণের বারসহ পাচারকারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর স্টেশন রোড থেকে গ্রেফতার উত্তম সেনের (৩৫) বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। বারগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ। উদ্ধার স্বর্ণের ওজন দুই কেজি ৫৮২ দশমিক ৬৪ গ্রাম বা ২২১ ভরি, যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ঢাকায় যাবার উদ্দেশে রেলস্টেশনে যাচ্ছিলেন উত্তম। গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করে তল্লাশি করে পুলিশ। তার কোমরের বেল্টের নিচে এবং পকেট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উত্তম জানিয়েছেন, বারগুলো হাজারি গলির বাণিজ্য নিকেতনের এসএন শিল্পালয় নামে একটি গহনা তৈরির কারখানার মালিক সনজিৎ ধরের। সনজিৎই উত্তমকে দিয়ে বারগুলো ঢাকায় পাঠাচ্ছিলেন। পলাতক সনজিৎকে ধরতে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।