পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের আজকের এ দিনে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। হানিফ ১৯৪৪ সালের ১ এপ্রিল পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন।
ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন হানিফ। ১৯৬৫ সালে বঙ্গবন্ধুর একান্ত সচিবের দায়িত্ব পান। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ছেড়ে দেয়া ঢাকা-১২ আসন থেকে উপনির্বাচনে এমপি নির্বাচিত হন তিনি। এরপর হুইপের দায়িত্ব পালন করেন। ’৭৬ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন হানিফ। মৃত্যুর আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশের ট্রাক মঞ্চে শেখ হাসিনার ওপর নারকীয় গ্রেনেড হামলার সময় নিজের জীবন তুচ্ছ করে মানবঢাল রচনা করেন হানিফ। রক্ষা করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জীবন। এতে স্প্লিন্টারের আঘাতে মারাত্মকভাবে আহত হন তিনি। মস্তিষ্কসহ দেহের বিভিন্ন অংশে অসংখ্য স্প্লিন্টার ঢুকে। ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তাঙ্গনে এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি।
মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ১০টায় আজিমপুর কবরস্থানে হানিফের কবর জিয়ারত, বেলা সাড়ে ১০টায় কবরস্থান সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সাড়ে ১১টায় নগর ভবনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।