পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে নিহত ডা. শামসুল আলম খান মিলনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। গতকাল শুক্রবার স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ ডা. মিলনের প্রতি দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
শহীদ ডাক্তার মিলনের পরিবারবর্গ সবার আগে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়াও মরহুমের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ কৃষকলীগ, বাংলাদেশ যুবলীগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ও দক্ষিণ শাখা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে মিলনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নব্বইয়ের ডাকসুর সাবেক সভাপতি আমান উল্লাহ আমান, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, হাবিবুন নবী সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের সামনে আমান উল্লাহ আমান বলেন, দেশে গণতন্ত্র আজও অবরুদ্ধ, জনগণের ভোটাধিকার নেই। শহীদ ডা. মিলনের স্বপ্ন আজেও বাস্তবায়ন হয়নি। তার স্বপ্ন বাস্তবায়নে আরেকটি অভ্যুত্থানের শপথ নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় শহীদ ডা. মিলনের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাসদ কেন্দ্রীয় কমিটি ও জাসদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, সাজ্জাদ হোসেন।
শহীদ ডা. সামছুল আলম মিলন দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (জামান) উদ্যোগে ঢাকা মেডিক্যাল কলেজ গেটে শহীদ মিলনের কবরে এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সংলগ্ন মিলনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতনসহ অনেকে। সিপিবির নেতারা মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।