পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ রেলওয়ের জনবল নিয়োগ সংক্রান্ত সমস্যা দীর্ঘদিনের। এ সমস্যার কারণে এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পরও জনবল নিয়োগে নানাভাবে বাধা এসেছে। আদালতে মামলাও হয়েছে। দীর্ঘদিন পর অবসান হতে চলেছে সে সমস্যা। রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২০ গেজেট আকারে প্রকাশ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্টের আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত প্রকাশিত নিয়োগ বিধির গেজেট থেকে বিষয়টি জানা যায়।
এর মাধ্যমে রেলওয়েতে জনবল নিয়োগ প্রক্রিয়ার একটি সমাধান হলো। গেজেটে জনবল নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে, কত নাম্বার থাকবে এবং কত সময় ধরে হবে এগুলো সবই বিস্তারিতভাবে নিয়োগ বিধিতে উল্লেখ করা হয়েছে। তাছাড়া কিভাবে পদন্নোতি হবে সেটাও বলা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের ১৯৮৫ সালের নিয়োগ বিধি বাতিল হওয়ার পর থেকেই সংস্থাটির সব ধরনের নিয়োগ স্থগিত হয়ে যায়। এতে বাংলাদেশ রেলওয়ে জনবল সংকট ক্রমে তীব্র আকার ধারণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।