Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মুদ্রা জালিয়াত চক্রের ২ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

বৈদেশিক মুদ্রা জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নগরীর স্টেশন রোড থেকে গ্রেফতার দুইজন হলো- বরগুনা জেলার তালতলী পশ্চিম হরিণখোলা গ্রামের মো. আবু হানিফের ছেলে মো. জয়নাল আবেদীন (৩৪) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া মুকিমপুরের মো. হুমায়ুন কবিরের ছেলে মো. জাহান হোসেন সুমন (২৮)।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বুধবার এ চক্রের সদস্যরা বিদেশি মুদ্রা বিক্রির নামে প্রতারণা করে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের কাছ থেকে পাওয়া অভিযোরে ভিত্তিতে এ দুজনকে গ্রেফতার করা হয়।
সংঘবদ্ধ প্রতারক চক্রের এসব সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় পথচারীকে বিদেশি নোট দেখায়। পথচারীরা উক্ত নোট ভাল করে দেখে বা কিছু বুঝে ওঠার আগেই তাদের চক্রের অন্য সদস্যরা নোটগুলো দামাদামি করতে থাকে। এভাবে তারা পথচারীদের লোভে ফেলে এসব মুদ্রা ক্রয় করার মতো পরিস্থিতি সৃষ্টি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুদ্রা-জালিয়াত-চক্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ