Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ডেইলি স্টার সম্পাদককে গ্রেফতার ও বিচার দাবি জয়ের

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেফতার ও বিচার দাবি করেছেন প্রধানমন্ত্রী পুত্র ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মাহফুজ আনামের ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকারের সময়ে পত্রিকাটিতে সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)-এর দেওয়া তথ্যের আলোকে সংবাদ পরিবেশনের স্বীকারোক্তির প্রেক্ষিতে এ দাবি করেন জয়। গতকাল বৃহস্পতিবার জয় এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় তার স্ট্যাটাসে লেখেন, ‘মাহফুজ আনাম, দ্য ডেইলি স্টার সম্পাদক, স্বীকার করেছেন যে, তিনি আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অপবাদ আরোপ করতেই তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির গল্প ছাপিয়েছিলেন। তিনি সামরিক স্বৈরশাসনের সমর্থনে আমার মাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এই কাজ করেছিলেন।’
মাহফুজ আনামকে রাষ্ট্রদ্রোহী উল্লেখ তাকে গ্রেফতার ও বিচার দাবি করে জয় লেখেন, ‘একটি প্রধান সংবাদপত্রের সম্পাদক সামরিক বিদ্রোহে উস্কানি দিতে যে মিথ্যা সাজানো প্রচারণা চালায় তা রাষ্ট্রদ্রোহিতা।’ জয় লেখেন, ‘আমার ব্যক্তিগত মত, তার মিথ্যা গল্পের উস্কানি আমার মাকে গ্রেফতার করিয়েছে এবং ১১ মাস তিনি জেলে কাটিয়েছেন। আমি বিচার চাই। আমি চাই মাহফুজ আনাম আটক হোক এবং তার রাষ্ট্রদ্রোহিতার বিচার হোক।’
স্ট্যাটাসে জয় বলেন, ‘তিনি অব্যাহতভাবে রাজনীতিকদের বিরুদ্ধে তাদের অনৈতিকতা এবং দুর্নীতিগ্রস্ত হওয়ার কথা লেখেন।’
মাহফুজ আনামের সাংবাদিকতায় থাকার অধিকার নেই উল্লেখ করে জয় লেখেন, ‘তার নিজের স্বীকারোক্তি মতে, তিনি নিজেই পুরোপুরি অনৈতিক এবং একজন মিথ্যাবাদী। তার অবশ্যই একজন সাংবাদিক হিসেবে থাকার কোনো অধিকার নাই, সম্পাদক তো অনেক দূরের বিষয়। তার কার্যক্রম দুর্নীতিকেও ছাড়িয়ে গিয়েছে; যা দেশপ্রেমহীন এবং বাংলাদেশবিরোধী।’



 

Show all comments
  • Rasel ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৫৮ এএম says : 0
    amra ai dabi somarthon korte parsi na
    Total Reply(0) Reply
  • panna ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:২৯ পিএম says : 0
    i support mahfuz sir
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেইলি স্টার সম্পাদককে গ্রেফতার ও বিচার দাবি জয়ের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ