Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের পাশে ঢাবি’র যোগাযোগ বৈকল্য বিভাগ

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : রাজধানী ঢাকার গুলসানে হলি আর্টিসানে সাম্প্রতিক জঙ্গি হামলায় ঘটনায় নিহত সহকারী পুলিশ সুপার রবিউলের প্রতিষ্ঠিত নিজ গ্রামে বিশেষায়িত শিশুদের জন্য গড়ে তোলা ব্লুমস শিক্ষার্থীদের দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ।
গতকাল শুক্রবার মানিকগঞ্জের আটিগ্রাম ইউনিয়নের বাসাইল গ্রামের ব্লুমস স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচী পালিত হয়। যোগাযোগ ও বৈকল্য বিভাগের বিভাগীয় প্রধান ড. হাকিম আরিফ, বিশেষজ্ঞ ড. সোনিয়া সুলতানা, উম্মুল খায়ের আলম, ড. নওশের আলী ভূইয়া, ড.জান্নাত-ই-নূরসহ ২০ জন বিশেষজ্ঞ প্রতিনিধি বিশেষায়িত শিশুদের নানা বিষয়ে শিক্ষা দেন।
আয়োজকরা জানান, বিশেষায়িত শিক্ষক ও অভিভাবকরা তাদের সন্তানদের ভাষা বচন সু-স¦াস্থ্য কিভাবে ঠিক রাখা যায় সে বিষয়ে শিশুদের অবহিত করা হয়। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের শিশুদের মাসিক ত্রৈমাসিক একবার করে প্রশিক্ষিত করা হবে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. হাকিম আরিফ জানান, আমরা মরহুম পুলিশ কর্মকর্তা রবিউলের স্মৃতি রক্ষার্থে তার গড়া ব্লুমস শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি সামাজিক দায়িত্ববোধ থেকে। এ শিশুদের আমরা যেমন ধারণা নিতে পারবো এবং পরবর্তীতে আমাদের গবেষণায় কাজে আসবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষার্থীদের পাশে ঢাবি’র যোগাযোগ বৈকল্য বিভাগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ