পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় সংসদের বগুড়া -৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিমের নারীবিরোধী বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংসদ সদস্য রেজাউল করিমের বক্তব্যকে নারী বিরোধী, অসাম্মানজনক, অশালীন, কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে তারা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। গতকাল এক বিবৃতিতে মহিলা পরিষদ এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, গত ১৭ নভেম্বর জাতীয় সংসদে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ( সংশোধন) বিল ২০২০ এর পক্ষে- বিপক্ষে আলোচনার সময় বগুড়া- ৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম নারীর পোশাক ও স্বাধীন চলাফেরা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নারী বিরোধী, অসাম্মানজনক, অশালীন, কুরুচিপূর্ণ। সংগঠনের নেতারা এ নোংরা বক্তব্যের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ বিস্ময় প্রকাশ করে বলেছে, জাতীয় সংসদে দাঁড়িয়ে এই ধরনের নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দেয় কিভাবে। এই অশালীন বক্তব্যের নারী সংসদ সদস্যরাও এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করেননি এবং জাতীয় সংসদে এই বক্তব্যকে নিষিদ্ধও ঘোষণা করা হয়নি।
বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, একজন জনপ্রতিনিধির এই বক্তব্য বাংলাদেশের সংবিধান এবং নারীর মানবাধিকার প্রতিষ্ঠার পরিপন্থী। এই বক্তব্য দেশের নারী নির্যাতনকারী, নারী ধর্ষণকারীদের এবং ধর্মীয় মৌলবাদীদেরই পক্ষান্তরে উৎসাহিত করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।