Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেরামত করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৪

পান্থপথে গ্যাসলাইন লিকেজ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

তিতাস গ্যাসলাইন লিকেজের পর মেরামত করতে গিয়ে বিস্ফোরণের পর আগুনে চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে দুজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। রোববার সন্ধ্যার পর রাজধানীর পান্থপথে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন আবদুল্লাহ (৫৫), আজিম (৪০), রুহুল আমিন (৪০) এবং পথচারী জাফর (৩০)।

তিতাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন, গ্রিন রোডের পান্থপথে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এ খবর পেয়ে মেরামত টিমকে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন। তাাদের মধ্যে আবদুল্লাহ আমাদের কর্মী। আজিম ও রুহুল আমিন দিনমজুর। তিনি আরো বলেন, বিস্ফোরণের ঘটনাটি প্রকৃতপক্ষে কিসের বা কী কারণে ঘটেছে, তা এখনো জানা যায়নি। তিতাস গ্যাস লিকেজ, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া দগ্ধ হওয়ার ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, দগ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুজন চিকিৎসাধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাসলাইন-লিকেজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ